মৌলিক সংখ্যাগুলির পিছনে গোপনীয়তা


আমাদের প্রতিদিনের জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমাদের মৌলিক সংখ্যা   প্রয়োজনকিছু মৌলিক সংখ্যা   যাদুর মতো। এই মৌলিক সংখ্যা   নীচে দেওয়া আছে






                            মৌলিক সংখ্যা  গুলির পিছনে গোপনীয়তা






১. ১৯৭৯৩৩৯৩৩৯ এই মৌলিক সংখ্যা যার ডান দিক থেকে এক এক করে অঙ্ক কমিয়ে আনলেও একটি মৌলিক সংখ্যা হয়।
২. 4n+1 ধরনের মৌলিক সংখ্যা কে দুটি বর্গের যোগফল হিসাবে লেখা যায়।
৩. ফিবোনাচ্চি মৌলিক সংখ্যা
২,৩,৫,১৩,৮৯
৪.(৮২৮১৮০৭৯..........১০৯৮৭৬৫৪৩২১) এটি ১৫৫ অঙ্কের একটি মৌলিক সংখ্যা এটি বাম দিক থেকে শুরু কর ৮২ পর্যন্ত বিস্তৃত।
৫.যেসব মৌলিক সংখ্যা কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকে সেগুলোকে দুটি সংখ্যার বর্গ রূপে লেখা যায়।
৬.যেকোনো দুটি মৌলিক (২ বাদে) সংখ্যা র যোগফল যৌগিক হয়।
এর পরের পোস্ট আরো এমন মজার মজার গণিত এর সম্পর্কে জানতে পারবে। সেজন্য এই সাইট টি subscribe করে রাখুন।

For more information please join our Group on facebook group

Comments

Post a Comment

Popular posts from this blog

রাসায়নিক বিক্রিয়া

সূত্রে সূত্রে মহাবিশ্ব : কেপলারের ২য় সূত্র