সূত্রে সূত্রে মহাবিশ্ব: প্রশ্নের উত্তর ১


আমাদের প্রাত্যহিক জীবনে আমাদের বিভিন্ন সূত্র  দরকার।গণিতের জন্য আমাদের সূত্রের  প্রয়োজন। অনেক বিজ্ঞানী বিজ্ঞানীরা বিভিন্ন সূত্র  আবিষ্কার করেছিলেন।তাদের থেকে বিজ্ঞানী কেপলার বিভিন্ন সূত্র  আবিষ্কার করেছিলেন । আমরা আজ সেগুলি সম্পর্কে কথা বলব


প্রশ্নটা ছিল যেহেতু সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ বিভিন্ন কক্ষপথে ঘুরছে সেহেতু তাদের ফোকাসও তো ভিন্ন হবার কথা । কিন্তু সূর্য তো একটা । কীভাবে সম্ভব?



উপরের চিত্রে দেখানো হলো কিভাবে বিভিন্ন গ্রহের কক্ষপথ ভিন্ন হওয়া সত্ত্বেও সূর্যকে একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে  । পরের লেখাটি হবে কেপলারের গ্রহের গতিসংক্রান্ত ২য় সূত্র  নিয়ে ।


Comments

Popular posts from this blog

মৌলিক সংখ্যাগুলির পিছনে গোপনীয়তা

রাসায়নিক বিক্রিয়া

সূত্রে সূত্রে মহাবিশ্ব : কেপলারের ২য় সূত্র